মোস্তফা তারিকুল আহসান
মােস্তফা তারিকুল আহসান জন্ম : ১৭ ফেব্রুয়ারি ১৯৭০; সাতক্ষীরা। অধ্যাপক, ফোকলাের বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়।। অবসর : বই পড়া, ভ্রমণ, গান শােনা, আডডা। উল্লেখযােগ্য রচনা গল্প : মহাপ্রস্থান, কয়েকটি বালকদিগের গল্প, গল্প গল্প খেলা, মাহবুবের কুটিরশিল্প, নমস্কার, কাআ তরুবর। উপন্যাস : অবগাহন কবিতা : যদিও জাতিস্মর নই, এ দৃশ্য হননের, কন্টিকিরি রাত, মেঘেদের ইশতেহার, কপিলাবস্তুর পথে কাব্যনাট্য : আনত কুসুমের ঘ্রাণে অনুবাদ : বিশ্বের শ্রেষ্ঠ ছােটগল্প-১ ছােটদের গল্প : তিতিরের স্কুলে যেতে দেরি হয়। প্রবন্ধ : সৈয়দ শামসুল হকের কাব্যনাট্য; বাংলাদেশের কবিতা : উপলব্ধির উচ্চারণ; সৈয়দ শামসুল হকের সাহিতকর্ম; বাংলাদেশের কথাসাহিত্য : মেঘ ও রৌদ্র; বাংলাদেশের ফোকলাের চর্চা : তত্ত্ব ও অধ্যয়ন; ক্ষেপুউল্লাহ বয়াতির জীবন ও সাহিত্য।