সাইদা হুদা
সাইদা হুদা জন্ম ১৯ ফেব্রুয়ারি ১৯৬৩, ঢাকায়। শিক্ষকতা করেছেন দীর্ঘদিন। এখন শিশু-কিশােরদের জন্য লেখেন। ঢাকাস্থ জার্মান-বাংলাদেশ যুব উন্নয়ন সমিতির সমন্বয়কারী। প্রকাশিত গ্রন্থঃ হরিণের বন্ধুরা, ক্যারিজ ও ব্যাক্টাসের বাড়ি, আলাের পাখি জোনাকি, ভালুক চালায় রেলগাড়ি।