Skip to Content
Filters

author.name

সিদ্ধার্থ হক

সিদ্ধার্থ হক জন্ম বরিশালে। পিতার চাকরিসূত্রে শৈশব থেকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ঘুরে বেড়িয়েছেন। লেখাপড়া করেছেন অনেক বিদ্যালয়ে, কোথাও আংশিক, কোথাও সম্পূর্ণভাবে। জীবনযাপনের জন্য চাকরি করেন তিনি। অনেক রকমের চাকরি করার চেষ্টা করেছেন, এখনাে করে যাচ্ছেন। পৃথিবীর বহু দেশ তিনি ঘুরেছেন, একাধিক দেশে বসবাস করেছেন, যার প্রভাব তার কবিতায় দেখা যায়। ‘সারাদিন সন্ধ্যা নামে কবির দশম কাব্যগ্রন্থ। বেশ অনেক। আগে লিখেছেন তার প্রথম উপন্যাস ‘ভাসমান। ২০২০ সালে প্রকাশিত হয় দ্বিতীয় উপন্যাস ‘অচিরকাল। আরও কবিতা ও উপন্যাস লেখার ইচ্ছা তার আছে।।