সেলিম আহমেদ
সেলিম আহমেদ ফাইন আর্টস-এর গ্রাজুয়েট হিসেবে সেলিম আহমেদ-এর প্রথম ও প্রধান পরিচয় “শিল্পী” কিন্তু আরও কোনাে কোনাে বিরল প্রতিভার ন্যায় সেলিম আহমেদ-এর সৃজনশীল কর্ম নাটক ও শিল্পসাহিত্যের অন্যান্য শাখাতেও প্রভাময়। সেলিম আহমেদ কবিতাও লেখেন স্বচ্ছন্দে। “অদ্ভুত মেঘন” তাঁর দ্বিতীয় কাব্যগ্রন্থ। তাঁর তীক্ষ্ণ সংবেদনশীল মানসপটে চারপাশের নিত্যবিরাজমান নিসর্গ ও মানবীয় আচরণ যেভাবে প্রতিবিম্বিত হয় সেটিই অনন্য কুশলতায় তিনি তার কবিতায় তুলে ধরেন।