Skip to Content
Filters

author.name

সৈয়দ আবুল মকসুদ

সৈয়দ আবুল মকসুদ সৈয়দ আবুল মকসুদের জন্ম ২৩ অক্টোবর ১৯৪৬, মানিকগঞ্জ। অজস্র কবিতা লিখলেও সকলেই নন, কেউ কেউ কবি। বহুমুখী প্রতিভা সৈয়দ আবুল মকসুদ। কবিতা, ছােটোগল্প, প্রবন্ধ, ভ্রমণ কাহিনি, সমালােচনা, জীবনী, গবেষণা প্রভৃতি বিষয়ক তাঁর গ্রন্থের সংখ্যা প্রায় ৪০টি। বিচিত্র তাঁর কর্মক্ষেত্র। একজন শীর্ষস্থানীয় চিন্তাবিদ, পরিবেশবাদী, প্রতিবাদী ব্যক্তিত্ব এবং পাবলিক ইনটেলেকচুয়াল। কিন্তু শেষ পর্যন্ত তিনি একজন কবি। বহু পদক-পুরস্কারে ভূষিত; তারমধ্যে রয়েছে বাংলা একাডেমি পুরস্কার, মওলানা ভাসানী জাতীয় পুরস্কার, ঋষিজ পদক, মহাত্মা গান্ধী স্মারক পুরস্কার (ভারত সরকারের গান্ধী স্মারক সংগ্রহালয়)। ২৩ ফেব্রুয়ারী ২০২১ তিনি মৃত্যুবরণ করেন।