Skip to Content
Filters

author.name

হারুন অর রশিদ

হারুন অর রশিদ ভাঙ্গা বাঁশের সাঁকোর উপর দিয়ে টলতে টলতে পার হবার সময় ভীতু ছেলেটি নিচের দিকে তাকালে বাঁশের ক্যাঁচকোঁচ শব্দকে ছাপিয়ে শোনা যায় তার দুই পাটি দাঁতের ঠোকাঠুকির শব্দ। সেই ছেলেটা সাঁকো পেরিয়েই এই 'ভয়' নিয়ে একটা ছোট্ট পদ্য রচনা করলে বাহবা দেয় সবাই। গল্প-কবিতা লেখার সেই শুরু। এরপর লিখেছেন পত্র-পত্রিকা আর সাময়িকীতে। করেছেন সম্পাদনাও। পাশাপাশি চলেছে প্রতিষ্ঠিত হবার গতানুগতিক লড়াই। বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ থেকে মাধ্যমিক এবং রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ থেকে উচ্চমাধ্যমিক পড়াশোনা শেষে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করে বর্তমানে তিনি ডাক্তার হিসেবে কর্মজীবন পার করছেন। প্রিয় লেখক জহির রায়হানকে তিনি অনুসরণ করেন সচেতনভাবেই। তবে পাঠক হিসেবে সর্বভুক। ক্ল্যাসিক সাহিত্য থেকে হালের বৈজ্ঞানিক কল্পকাহিনী- গোগ্রাসে গেলেন সবই। তার লেখায় তাই মিশেল ঘটে নতুন আর পুরাতনের। পরম্পরা তার রচিত প্রথম উপন্যাস।

Books by the Author