রুদ্র মুহাম্মদ মনজু
রুদ্র মুহাম্মদ মনজু দেহের জন্ম পরিচয়: ১৯৮২ সালের ১৫ আগস্ট জন্মগ্রহণ করেন ঢাকার হাজারীবাগে। পিতা মনুরউদ্দীন মিয়া ও মাতা হাসিনা বেগম। তিনি মনে করেন নির্ধারিত কোনো দেশ বা স্থানে তার জন্ম নয়, তার দেহের জন্ম হয়েছে পৃথিবী নামের গ্রহে। দাম্পত্য সঙ্গী শেখ ফারহানা জামান। লেখকের প্রকাশিত প্রথম গ্রন্থ: জ্বেলে দিয়েছি জ্বালিয়ে রেখো। রুদ্র মুহাম্মদ মনজু-এর অনূদিত 'পথের পুস্তক' দ্বিতীয় খণ্ড আত্মপ্রকাশের অপেক্ষায়।