রুহুল আমিন (সিনিয়র সহকারী সচিব)
রুহুল আমিন জন্ম ১ মার্চ ১৯৮৪, শরিয়তপুর জেলার নড়িয়া উপজেলার বাড়ৈপাড়া গ্রামে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজকল্যাণ বিষয়ে প্রথম শ্রেণিতে প্রথম স্থানসহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২০০৬ সালে স্নাতকোত্তর পর্যায়ে সর্বোচ্চ নম্বর অর্জনের কৃতিত্ব স্বরূপ মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক স্বর্ণপদকে ভূষিত হন। পেশাগত জীবনে তিনি বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন কর্মকর্তা। মাঠ প্রশাসনের বিভিন্ন পদে কাজ করার সমৃদ্ধ অভিজ্ঞতা রয়েছে তাঁর। বর্তমানে তিনি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও উপপরিচালক স্থানীয় সরকার (অতিঃ) হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় দায়িত্ব পালন করছেন। ২০২১ সালে লেখকের “এ হ্যান্ডবুক ফর দি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটস্" গ্রন্থটির প্রথম খণ্ড প্রকাশিত হয়। "উদ্যত তর্জনী” তাঁর প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ।