শচীন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়
শচীন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় (১৪ অগস্ট ১৯৩২-৬ সেপ্টেম্বর ১৯৭৭) প্রথিতযশা দার্শনিক ও অধ্যাপক। পড়াশোনা প্রেসিডেন্সি কলেজ ও পরে কলিকাতা বিশ্ববিদ্যালয়ে; পিএইচ ডি করেছিলেন ইউনিভার্সিটি অফ ব্রিস্টল থেকে। অধ্যাপনার সূত্রে যুক্ত ছিলেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ও কলিকাতা বিশ্ববিদ্যালয়ে এবং ইংল্যান্ডের ব্রিস্টল ইউনিভার্সিটি ও আমেরিকার সেন্ট মেরিস কলেজে। তাঁর বিশেষ আগ্রহের বিষয় ছিল ভাষাদর্শন, রবীন্দ্রদর্শন ও সমাজদর্শন। প্রকাশিত উল্লেখযোগ্য গ্রন্থ: Wittgensteins's Tractatus: A Preliminary (Visva-Bharati, 1967); Logical Postivism as a Theory of Meaning (Allied Publishers, 1967); Tradition, Modernity and Development (Macmillan, 1977).