Skip to Content
Filters

author.name

শরৎকুমার মুখোপাধ্যায়

শরৎকুমার মুখোপাধ্যায় (১৫ আগস্ট, ১৯৩১ — ২১ ডিসেম্বর, ২০২১ ) বিশ শতকের পাঁচের দশকের কাব্য আন্দোলনে সুনীল-শক্তি-সন্দীপন জুটির অন্যতম ছিলেন। এরা চারজন ছিলেন মধ্য রাতের কলকাতা শাসন করা যুবক। শরৎকুমার মূলতঃ পাঠকমহলে সমাদৃত হয়েছেন কবিতার সূত্রেই। তিনি নিজ নামে প্রথম কবিতা লেখেন ১৯৪৭-৪৮ খ্রিস্টাব্দে কবি নরেন্দ্র দেব সম্পাদিত "পাঠশালা" পত্রিকায়। তিনি বুদ্ধদেব বসুর ভক্ত ছিলেন। ১৯৭৩ খ্রিস্টাব্দে বুদ্ধদেব বসু তার সম্পাদিত "আধুনিক বাংলা কবিতা" সংকলনের পঞ্চম সংস্করণে সুনীল গঙ্গোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়, বিনয় মজুমদার প্রমুখ কবিদের রচনার সঙ্গে শরৎকুমারের রচিত কবিতার স্থান দেন। তবে প্রথম প্রথম তিনি নমিতা মুখোপাধ্যায় ছদ্মনামে কবিতা লিখে বিভিন্ন পত্র পত্রিকায় পাঠাতেন। সুনীল গঙ্গোপাধ্যায়ের সঙ্গে "কৃত্তিবাস" পত্রিকায় সাক্ষাতের পর অবশ্য ছদ্মনাম ব্যবহার করেন নি। এই পত্রিকায় তার প্রথম কাব্যগ্রন্থ— সোনার হরিণ প্রকাশিত হয় এবং কবি হিসাবে প্রতিষ্ঠা লাভ করেন। আর এই পত্রিকাসূত্রে তার হৃদতা ও শখ্যতা গড়ে ওঠে শক্তি চট্টোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায় প্রমুখ অন্যান্য কবিদের সঙ্গে। শরৎকুমারের বোহেমিয়ান জীবনে রচিত কবিতার প্রথম লাইন— রাত বারোটার পর কলকাতা শাসন করে চারজন যুবক। জনপ্রিয় এই শব্দবন্ধ ধরেই তার বোহেমিয়ান জীবনে লেখা অসামান্য গদ্যগুলির নামকরণ হয়েছে কলকাতা শাসনের জার্নাল।