শারমিন আঞ্জুম
শারমিন আঞ্জুম জন্ম ১৫ই সেপ্টেম্বর ঢাকায়, পড়াশােনা ও বেড়ে ওঠা রাজধানীতেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গার্হস্থ্য অর্থনীতিতে স্নাতকোত্তর। বাবা মুক্তিযােদ্ধা এ কে এম সামসুল হক মা তৌহিদা হক স্বামী মাহবুবুল আলম দুই পুত্র আবিয়াজ ও। আরিজ। পেশা - প্রাক্তন স্কুল শিক্ষিকা। নেশা-ঘুরে বেড়ানাে, দেশি বিদেশি বই পড়া ও সংগ্রহ এবং ছবি আঁকা। ছােটকাল থেকে বিভিন্ন আর্ট কম্পিটিশনে বিজয়ী শারমিনের মতে লেখালেখিটা একেবারেই ছিল নিজের জন্য ।। আমাদের চারপাশের চেনা গল্পগুলাে নিজের। মতাে করে বদলে দেবার চেষ্টায় লেখালেখি ধরা। সেই লেখাগুলােই অনেক পরে আলাের। মুখ দেখে সােশ্যাল মিডিয়ায় এবং পাঠকের কাছ থেকে অভাবনীয় সাড়া পায়। প্রথম বই প্রকাশ ২০১৯ বইমেলায়। পাঠকের অপার। ভালােবাসা আর উৎসাহে এরপর আরও বই। প্রকাশিত হয়েছে। ২০২০ বইমেলায় বইবাজার প্রকাশনী থেকে রােমান্টিক উপন্যাস “কিছু না। বলা কথা” ঐতিহ্য প্রকাশনী হতে এসেছে হরর। থ্রিলার “আমারে দেবনা ভুলিতে”। একই। মেলায় দুটা দুই জনরার বই যা পাঠকের কাছেও যথেষ্ট সমাদৃত হয়েছে। লেখকের কাছে। লেখালেখিটা আগে নিজের উপভােগ করার বিষয়। তাই কোন নির্দিষ্ট জনরায় নিজেকে। বেধে রাখতে চান না লেখালেখির সব ক্ষেত্রেই। নিজের চেষ্টা অব্যাহত রাখতে চান। স্বপ্ন দেখেন সুস্থ সুন্দর বলিষ্ঠ প্রজন্মের এবং একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশের।