Skip to Content
Filters

author.name

শিবাজী বন্দ্যোপাধ্যায়

সিবাজি বন্দ্যোপাধ্যায় (জন্ম 16 নভেম্বর 1954) একজন ভারতীয় লেখক, সমালোচক, শিক্ষাবিদ, তাত্ত্বিক এবং অভিনয়শিল্পী, যিনি বাংলা এবং ইংরেজিতে লেখেন। বাংলা ও ইংরেজি সাহিত্য , সাহিত্য তত্ত্ব , দর্শন , নারীবাদ , যৌনতা , সিনেমা এবং মনোবিশ্লেষণের ক্ষেত্রে তাঁর আগ্রহ রয়েছে । সিবাজিকে বাংলা গদ্যে জীবনকাল-সাধনার জন্য পশ্চিমবঙ্গ সরকার 2010 সালে বিদ্যাসাগর স্মৃতি পুরস্কারে ভূষিত করেছিল । তিনি বাংলা সাহিত্যে অবদানের জন্য 2010 সালে শিসির কুমার দাস স্মৃতি পুরস্কারও পান।