Skip to Content
Filters

author.name

শিমুল সালাহ্উদ্দিন

শিমুল সালাহ্উদ্দিন Shimul Salahuddin- মূলত বিভিন্ন সময় নেন সাংবাদিক, সংগঠক, আবৃত্তিশিল্পী, প্রশিক্ষক ও তথ্যচিত্র নির্মাতার ভূমিকা। ২০১০ এর বইমেলায় শিরস্ত্রাণগুলি কাব্যগ্রন্থের মধ্য দিয়ে যাত্রা শুরু এই তরুণ কবির। তারপর পদ্মায় গড়িয়েছে বছর চারেকের জল। জীবনের বিচিত্রসব অভিজ্ঞতায় পরিণত, সংহত আর নিজের মধ্যে থিতু হয়েছেন কবি। ২০১২-তে সতীনের মোচড়-এর পর কবির তৃতীয় কাব্যগ্রন্থ কথাচুপকথা...। শিমুল সালাহ্উদ্দিনের জন্ম ১৭ অক্টোবর ১৯৮৪, ঢাকা জেলার উত্তরা থানার তুরাগ সাবথানাধীন, হরিরামপুর ইউনিয়নের ধউর গ্রামের মাতুলালয়ে। বড় হয়েছেন নিজেদের বাড়ি টংগী থানার মুদাফা গ্রামে। মা সেতারা বেগম, বাবা মোহাম্মদ নাজিম উদ্দিন। কবিতার পাশাপাশি মূলধারার সংস্কৃতিসহ বিচিত্র বিষয়ে লেখালেখি করেন। সম্প্রচার সাংবাদিক হিসেবে ইনডিপেনডেন্ট টেলিভিশনে কাজ করছেন বছর তিনেক ধরে। বিধ্বস্ত অসুখী পৃথিবীকে কবিতার প্রলেপ লাগিয়ে সুস্থ করে তুলতে চান কবি।