Skip to Content
Filters

author.name

শেখ মুহম্মদ ইব্রাহীম

শেখ মুহম্মদ ইব্রাহীম শেখ মুহম্মদ ইব্রাহীম। পিতা : মরহুম শেখ মােজাহের আহমদ, মাতা : রাবেয়া বেগম, জন্ম : ১১ মার্চ ১৯৪৮ সালে চট্টগ্রাম জেলার রাঙ্গুনীয়া থানার বেতাগী গ্রামে। শিক্ষা : পশ্চিম বেতাগী প্রাথমিক বিদ্যালয়। এসএসসি : চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, এইচএসসি : চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ, এম.কম (ব্যবস্থাপনা) : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। কর্মজীবন : অধ্যাপনা, চট্টগ্রাম এম.ই.এস. কলেজ (১৯৭৪-১৯৭৫), মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমীরাতের বিভিন্ন প্রতিষ্ঠানে দীর্ঘদিন। কর্মরত ছিলেন। দেশে জাপান গ্রুপ অব। ইন্ডাস্ট্রিজে কর্মরত ছিলেন কয়েক বছর। বর্তমানে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম-এ ডেপুটি রেজিস্ট্রার হিসেবে কর্মরত। লেখালেখি : ছাত্রজীবনে বিভিন্ন ম্যাগাজিন ও সাময়িকীতে এবং বর্তমানে বিভিন্ন দৈনিক ও সাময়িকীতে লেখালেখি করছেন। উল্লেখযােগ্য গ্রন্থ : উনসত্তরের গণঅভ্যুত্থান, সত্তরের নির্বাচন, একাত্তরের স্বাধীনতা সংগ্রাম।