সত্যজিৎ রায় মজুমদার
সত্যজিৎ রায় মজুমদারের জন্ম মাতুলালয়, ১৪ সেপ্টেম্বর ১৯৫৯, বাগেরহাট জেলার রামপাল থানার মালীডাঙ্গা গ্রামে। পিতৃভূমি একই জেলার মােংলা থানার কাইনমারী গ্রাম। ব্রজলাল সরকারি কলেজ থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক সম্মান এবং স্নাতকোত্তর। প্রকাশিত গ্রন্থ : কবিয়াল গৌরপদ সরকার, মুক্তিযুদ্ধের কিশাের ইতিহাস : বাগেরহাট জেলা, দামেরখন্ড গণহত্যা, শ্রীধাম লক্ষ্মীখালী গণহত্যা, বাজুয়া গণহত্যা। বেসরকারি উন্নয়ন সংস্থা প্রদীপন, গণসাহায্য সংস্থা, উন্নয়ন সমুন্বয়সহ কয়েকটি প্রতিষ্ঠানে সােশ্যাল মটিভেটর, ট্রেইনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে মুক্তিযুদ্ধ জাদুঘরের শিক্ষা ও প্রকাশনা বিভাগের ব্যবস্থাপক।