Skip to Content
Filters

author.name

সত্যজিৎ রায় মজুমদার

সত্যজিৎ রায় মজুমদারের জন্ম মাতুলালয়, ১৪ সেপ্টেম্বর ১৯৫৯, বাগেরহাট জেলার রামপাল থানার মালীডাঙ্গা গ্রামে। পিতৃভূমি একই জেলার মােংলা থানার কাইনমারী গ্রাম। ব্রজলাল সরকারি কলেজ থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক সম্মান এবং স্নাতকোত্তর। প্রকাশিত গ্রন্থ : কবিয়াল গৌরপদ সরকার, মুক্তিযুদ্ধের কিশাের ইতিহাস : বাগেরহাট জেলা, দামেরখন্ড গণহত্যা, শ্রীধাম লক্ষ্মীখালী গণহত্যা, বাজুয়া গণহত্যা। বেসরকারি উন্নয়ন সংস্থা প্রদীপন, গণসাহায্য সংস্থা, উন্নয়ন সমুন্বয়সহ কয়েকটি প্রতিষ্ঠানে সােশ্যাল মটিভেটর, ট্রেইনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে মুক্তিযুদ্ধ জাদুঘরের শিক্ষা ও প্রকাশনা বিভাগের ব্যবস্থাপক।