Skip to Content
Filters

author.name

সরদার গোলাম মোস্তফা

সরদার গোলাম মোস্তফা নড়াইলের আঞ্চলিক গানের রূপকার সরদার গােলাম মােস্তফা নড়াইল জেলার লােহাগড়া উপজেলার কামঠানা গ্রামে ১৯৫৬ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তিনি অবসরপ্রাপ্ত শিক্ষক ও নেশা লেখালেখি, শখ গান গাওয়া। প্রতিক্ষেত্রেই তিনি সফলতা পেয়েছেন। তিনি সমাজসেবামূলক একটি প্রতিষ্ঠান জি,এম, ফাউণ্ডেশন, ২০১৬ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করে পরিচালনা করে আসছেন।