Skip to Content
Filters

author.name

সাজ্জাদ শরিফ

সাজ্জাদ শরিফ জন্ম ২৪ সেপ্টেম্বর ১৯৬৩। কবি ও সাংবাদিক | কবিতা প্রকাশিত হয়েছে। দেশি-বিদেশি সাহিত্যপত্র ও সংকলনগ্রন্থে । অনূদিত হয়েছে একাধিক ভাষায় । অনুবাদ করেছেন কবিতা। প্রবন্ধ লিখেছেন বিচিত্র বিষয়ে । প্রকাশিত কাব্যগ্রন্থ ছুরিচিকিৎসা, প্রবন্ধগ্রন্থ যেখানে লিবার্টি মানে স্ট্যাচু, অনূদিত কাব্যগ্রন্থ রক্ত ও অশ্রুর গাথা : ফেদেরিকো গারসিয়া লােরকার নির্বাচিত কবিতা, রণজিৎ দাশের সঙ্গে যৌথ সম্পাদনায় পশ্চিমবঙ্গ থেকে প্রকাশিত সংকলনগ্রন্থ বাংলাদেশের শ্রেষ্ঠ কবিতা, সাক্ষাৎকারের সংকলন আলাপে ঝালাতে : শিল্পের সাহিত্যের আলাপন। [email protected]