Skip to Content
Filters

author.name

সাহিদা বেগম

সাহিদা বেগম ১৯৫৫ সালে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার ব্রাহ্মণী ইউনিয়নের বিনারচর গ্রামে জন্মগ্রহণ করেন। বর্তমানে ২৬০ নং মালিবাগ (মালিবাগ মােড়) এই ঠিকানায় বসবাস করছেন। বাবামরহুম আলহাজ্ব আনােয়ার আলী ভূঞা ছিলেন সরকারি কর্মকর্তা। মা আলহাজ্ব হাসনা হেনা বেগম গৃহিণী। গবেষক প্রাবন্ধিক ও আইনজীবী সাহিদা বেগম ১৯৭০ সালে গাইবান্ধা উচ্চ বালিকা বিদ্যালয় থেকে মাধ্যমিক, ১৯৭৩ সালে সিদ্ধেশ্বরী মহিলা মহাবিদ্যালয় ঢাকা থেকে উচ্চ মাধ্যমিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্মান (বাংলা সাহিত্য) ১৯৭৫ এবং ১৯৭৬ সালে লাভ করেন স্নাতকোত্তর ডিগ্রি। ১৯৮৪ সালে এই বিশ্ববিদ্যালয় থেকে লাভ করেন এল এল বি ডিগ্র। কর্মজীবন : সাহিদা বেগম মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণায় অবদানের জন্য বাংলা একাডেমি পুরস্কার-২০২০ অর্জন করেন। তিনি ১৯৮৫ সালে আইন পেশ ক করেন ঢাকা বারে যােগ দিয়ে। ১৯৮৮ সালে যোগ দেন। বাংলাদেশ সুপ্রীম কোরে অদ্যাবধি আইন সেতু নিয়ােজিত আছেন। বর্তমানে বাংলনেৰে হক এটর্নী জেনারেল হিসেবে দায়িত্ব পালন রইল।