সিরাজুল ইসলাম মুনির
সিরাজুল ইসলাম মুনির কথাসাহিত্যিক। নদী ও সমুদ্র। উপকূলবর্তী মানুষের জীবন, তাদের সংগ্রাম ও জীবনশৈলী নিয়ে লিখেছেন গল্প, উপন্যাস। গ্রামজীবন-নগরজীবনও এসেছে সমভাবে। তার চরিত্রগুলাে জীবনের গভীর উপলব্ধিজাত, মনস্তাত্বিক টানাপােড়েন ও বাস্তবের কঠিন কষাঘাতে জর্জরিত তার প্রকাশিত গ্রন্থসংখ্যা পঁয়ত্রিশ। উল্লেখযােগ্য গ্রন্থ-পদ্মা উপাখ্যান, আবর্ত, রক্তভেজা অববাহিকা, তার ফিরে আসা, যখন প্রপাত, সব পাখি ঘরে ফিরে, কৃষ্ণকলি তারে আমি বলি, এক অভিমানী বালকের গল্প, গল্পসংকলন, উপন্যাসসমগ্র, মেপল পাতার দেশে, মহাচীনের মহাজাগরণ, পৃথিবীর রকেন্দ্র, এক সাগর রক্তের বিনিময়ে, মুক্তিযুদ্ধের গল্প, বঙ্গবন্ধু হৃদয়ের গহিনে এবং বঙ্গবন্ধু : শতবর্ষে শতগল্প। সিরাজুল ইসলাম মুনিরের জন্ম উপকূলীয় উপজেলা সুবর্ণচরের সম্ভ্রান্ত ভূঁইয়া পরিবারে। সরকারি কর্মকর্তা ছিলেন, এখন অবসরে। শিক্ষায় অনগ্রসর নিজ উপজেলা সুবর্ণচরে প্রতিষ্ঠা করেছেন জুবিলি হাবিবউল্লাহ মিয়ার হাট উচ্চ বিদ্যালয় ও বজলের রহমান ভূঁইয়া স্মৃতি পাঠাগার। সাহিত্যকর্মের জন্য দেশে ও বিদেশে পেয়েছেন গুরুত্বপূর্ণ পুরস্কার ও পদক।