Skip to Content
Filters

author.name

সুমন্ত বন্দ্যোপাধ্যায়

সুমন্ত বন্দ্যোপাধ্যায় জন্ম কলকাতায় ১৯৩৬ সালে। লেখাপড়া কলকাতায়। পেশা হিসেবে প্রথম জীবনে ইংরেজি সাহিত্যের অধ্যাপনা ও পরে সাংবাদিকতার সূত্রে দিল্লিতে প্রবাস যাপন। সত্তরের দশকে নকশালপন্থী আন্দোলনে যােগদান ও হাজতবাস। কারামুক্তির পর দীর্ঘদিন ‘স্বাধীন সাংবাদিকরূপে জীবিকা অর্জন। বেশ কিছু দিন দেহরাদুনে বাস করলেও তিনি এখন হায়দ্রাবাদ নিবাসী। লােকসংস্কৃতি তার গবেষণার বিষয় হলেও সমাজ-সংস্কৃতি, রাজনীতি বিষয়ক তাঁর বহু রচনা প্রকাশিত হয়েছে। ইয়ং বেঙ্গল থেকে কমিউনিস্ট বেঙ্গল’ সেই সব রচনার একটি বাংলা সংকলন। লেখকের প্রকাশিত গ্রন্থের মধ্যে উল্লেখযােগ্য ইংরেজিতে রচিত পার্লার অ্যান্ড দ্য স্ট্রিট(১৯৮৯), ডেঞ্জারাস আউটকাস্ট(১৯৯৯), ক্রাইম অ্যান্ড আরবানাইজেশন ক্যালকাটা ইন দ্যা নাইনটিনথ সেঞ্চুরি (২০০৬), এবং অনূদিত গ্রন্থ। থিমা বুক অফ নক্সালাইট পােয়েট্রি(১৯৮৭)। বাংলায় উনিশ শতকের কলকাতার অন্য সংস্কৃতি ও সাহিত্য (১৯৯৯) অশ্রুত কণ্ঠস্বর(২০০২)। এ ছাড়া বাংলা ও ইংরেজি পত্র-পত্রিকায় তাঁর বহু নিবন্ধ প্রকাশিত হয়েছে গত চল্লিশ বছর ধরে। তিনি বাংলায় অনুষ্টুপ ও ইংরেজিতে দি ইকনমিক অ্যান্ড পলিটিকাল উইকলি পত্রিকায় নিয়মিত প্রবন্ধ লিখে থাকেন। অনুষ্টুপ থেকে ইতিপূর্বে প্রকাশিত হয়েছে বাংলা সংস্কৃতির নিম্নবর্গের অন্য এক গুরুত্বপূর্ণ বই—উনিশ শতকের কলকাতা ও সরস্বতীর ইতর সন্তান (২০০৮)। সদ্য প্রকাশিত প্রবন্ধ সংকলনটিল ‘ইয়ং বেঙ্গল থেকে কমিউনিস্ট বেঙ্গল’-মননশীল পাঠকের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত হবে বলেই আমাদের বিশ্বাস।