সেলিমা চৌধুরী
সেলিমা চৌধুরীর জন্ম বাংলাদেশে। তার শিক্ষার শুরুটা এদেশে হলেও তিনি তার উচ্চতর শিক্ষা শেষ করেছেন ইংল্যান্ডে। তার। পঠন-পাঠন, গবেষণা ও আগ্রহের বিষয় শিল্পকলা ও মানবসভ্যতা। তাঁর শিক্ষায়ও এই আগ্রহের প্রতিফলন স্পষ্ট। তিনি লন্ডনের Richmond American International University in London থেকে স্নাতক সম্পন্ন করেছেন। পরবর্তীকালে শিল্পকলার ইতিহাসের ওপর স্নাতকোত্তর সম্পন্ন করেছেন Kingston University থেকে। এছাড়া তিনি। লন্ডনের SOAS, University of London থেকেও দ্বিতীয়বারের মতাে স্নাতকোত্তর করেন। কর্মজীবনে তিনি শিক্ষকতার সঙ্গে যুক্ত। বর্তমানে তিনি ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এর জ্যেষ্ঠ প্রভাষক (সিনিয়র লেকচারার)। তার পাঠদানের বিষয়। শিল্পকলার ইতিহাস ও বিশ্বসভ্যতা'। ইউল্যাবে যােগদানের পূর্বে তিনি শিল্পকলার ইতিহাস' বিষয়ে পাঠদান করেছেন। শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনােলজিতে। একসময় তিনি লন্ডনের বােনহ্যাম অকশন হাউসের সঙ্গেও যুক্ত ছিলেন। শিক্ষকতার গুরু দায়িত্বের পাশাপাশি সামাজিক সচেতনতামূলক কর্মে ব্যাপৃত সেলিমা চৌধুরী ২০১৬ সাল থেকে ইউল্যাব সােশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের একজন উপদেষ্টা হিসেবে নিয়ােজিত। শিল্পকলার বিভাগ-উপবিভাগ ও ইতিহাস, নারীর যন্ত্রণা-অবদান, তাদের সামাজিক অবস্থান, সমাজব্যবস্থা, সভ্যতার গতিপ্রবাহ প্রভৃতি বিষয়ে আগ্রহী সেলিমা চৌধুরীর এর আগে প্রকাশিত গ্রন্থের নাম 'Women in Bangladesh Liberation War : Rediscovered in Madonna Series'। বাংলাদেশের চিত্রকলায় মুক্তিযুদ্ধে নারীর অবদান ও যন্ত্রণার প্রকাশ নিয়ে গবেষণাধর্মী এই গ্রন্থের প্রকাশক জাতীয় জাদুঘর। শিল্পকলা বিষয়ে তার বিশ্লেষণধর্মী ও নিরীক্ষামূলক বহু প্রবন্ধ-নিবন্ধ প্রকাশিত হয়েছে দি ডেইলি স্টার’, ‘শােকেস, ‘দি নিউ নেশন', 'উইকেন্ড ম্যাগাজিন' এবং শিল্পকলা বিষয়ক আন্তর্জাতিক পত্রিকা ‘কোবাে সােশ্যাল হংকংসহ বিভিন্ন পত্রপত্রিকায়।