সৌম্য বন্দোপাধ্যায়
সৌম্য বন্দোপাধ্যায় সাংবাদিকতার প্রাথমিক পাঠ সাংবাদিক পিতা সৌরীন্দ্রনাথের কাছে। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৪ সালে ইন্টারন্যাশনাল রিলেশনস-এ এম এ পাস করার প্রায় সঙ্গে সঙ্গেই ‘হিন্দুস্থান স্ট্যান্ডার্ড’ ও ‘বিজনেস স্ট্যান্ডার্ড’-এ শিক্ষানবীশ হিসেবে কাজ শেখার সুযােগ পান। জরুরি অবস্থার ডামাডােলে অনেক কিছু তালগােল পাকিয়ে যাওয়ার পর সাতাত্তর থেকে আনন্দবাজার পত্রিকায় যােগদান। সেই থেকে এখনও পর্যন্ত। আনন্দবাজারই তাঁর কর্মক্ষেত্র । চুরাশি থেকে দিল্লি ব্যুরাের সদস্য। কাজে-অকাজে ইংল্যান্ড, আমেরিকা, ব্রাজিল, জার্মানি, সাবেক সােভিয়েত ইউনিয়ন এবং সার্ক সদস্যভুক্ত দেশগুলিতে একাধিকবার ভ্রমণ । বি বি সি-র হয়ে বিশেষজ্ঞের ভাষ্যদান কিংবা খবরের কাগজ বা ম্যাগাজিনের পাতায় লেখালেখি নিত্যদিনের কাজ হলেও ‘অমিতাভ বচ্চন প্রথম বই। সাংবাদিকতা ও সাহিত্যের বাইরে ভালবাসাবাসির তালিকায় প্রিয়জনদের বাদ দিলে থাকে সবরকমের গান-বাজনা, ক্রিকেট, টেনিস এবং অবশ্যই ফুটবল । সেলিব্রিটিদের কাছ থেকে দেখা-শােনা কাজের অঙ্গ হলেও ভালবাসেন তাঁদের মনােবিশ্লেষণ করতে অবশ্যই ঢাক না-পিটিয়ে এবং আলগােছে।