Skip to Content
Filters

author.name

স্থাপতি ড. সাজিদ বিন দোজা

ড. সাজিদ বিন দোজা রাজশাহীতে জন্মগ্রহণ করেন। শৈশব থেকেই উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী স্থাপত্য ও নিদর্শন তাঁর স্কেচিংয়ের অনুপ্রেরণা ছিল, যা পরবর্তীকালে তাঁকে স্থাপত্য ও গবেষণার পথে পরিচালিত করে। চিত্রকলা, কার্টুন ও ক্লে মডেলিংয়ে তাঁর শৈল্পিক দক্ষতা দেশ-বিদেশে তাঁকে পরিচিতি এনে দেয়। তিনি খুলনা বিশ্ববিদ্যালয় থেকে স্থাপত্যে স্নাতক, বুয়েট থেকে স্নাতকোত্তর এবং ইউরোপীয় ইউনিয়নের স্কলারশিপে পর্তুগালের অ্যাভোরা বিশ্ববিদ্যালয় থেকে শিল্পকলার ইতিহাসে পিএইচডি সম্পন্ন করেন। সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয়ে আশ্রয় নকশা ও উন্নয়ন বিষয়ে উচ্চতর ডিপ্লোমা অর্জন করেন। ২০০৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগে অধ্যাপনা করেন। এরপর ২০১৯ থেকে ২০২৪ পর্যন্ত তিনি স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের স্থাপত্য বিভাগের বিভাগীয় প্রধান ও ডিন হিসেবে দায়িত্ব পালন করেন। সম্প্রতি তিনি পুনরায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিল্প ও স্থাপত্য বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে যোগদান করেছেন। স্থাপত্য-ঐতিহ্যের সংরক্ষণ ও প্রচারের লক্ষ্যে তিনি প্রাচীন বাংলার স্থাপত্যধারা, Homestead of the Barind Landscape 4 Darasbari Mosque: A Visual Diary শীর্ষক গ্রন্থগুলো প্রকাশ করেছেন। তাঁর গবেষণা, লেখালিখি ও প্রদর্শনী বাংলার স্থাপত্য ঐতিহ্যকে নতুনভাবে উদ্ভাসিত করেছে।