অনিতা অগ্নিহোত্রী
অনিতা অগ্নিহোত্রী (জন্ম ২৪ সেপ্টেম্বর ১৯৫৬) একজন ভারতীয় বাঙালি সাহিত্যিক। তাঁর সাহিত্যকর্মসমূহ বিভিন্ন ভারতীয় ভাষা সহ ইংরেজি, স্ভেনস্কা ও ডয়েচ ভাষায় অনূদিত হয়েছে। তিনি ভারতীয় প্রশাসনিক সেবা থেকে অবসরগ্রহণ করেছেন। অনিতা শৈশব থেকেই সাহিত্যচর্চা শুরু করেন। সাহিত্যিক বিমল কর তাঁকে সাহিত্যচর্চায় উৎসাহিত করেন। কৈশোরে তিনি সত্যজিৎ রায় সম্পাদিত জনপ্রিয় কিশোর পত্রিকা সন্দেশ-এ নিয়মিত লিখতেন। এই অভ্যাস তাঁকে আত্মবিশ্বাস জোগায় এবং সাহিত্যচর্চা সম্পর্কে ধারণা জোগায়। তাঁর লেখার মধ্যে ভারতের বিভিন্ন প্রান্তের সাধারণ মানুষদের জীবনসংগ্রাম এবং মানুষ ও প্রকৃতির সম্পর্কের কথা উঠে আসে।