Skip to Content
Filters

author.name

অভিজিৎ লাহিড়ী

অভিজিৎ লাহিড়ী (জন্ম ১৯৪৮) বিদ্যাসাগর সান্ধ্য কলেজের পদার্থবিদ্যার প্রাক্তন অধ্যাপক। তত্ত্বীয় ও গাণিতিক পদার্থবিদ্যার বিভিন্ন শাখায় প্রকাশিত হয়েছে তাঁর গবেষণাধর্মী নিবন্ধ ও বই। পদার্থবিদ্যার নানা বিষয়, বিজ্ঞানের দর্শন, এবং বোধিবিজ্ঞান বা কগনিটিভ সায়েন্সের কিছু দিক তাঁর আগ্রহের ক্ষেত্র। প্রকাশিত বই: Statistical Mechanics: An Elementary Outline (২০০৯), Basic Optics: Principles and Concepts (২০১৬), Inference Belief and Interpretation in Science (২০১৮) ইত্যাদি। এ ছাড়া লেখকের গবেষণাধর্মী কাজ ও অন্যান্য লেখার হদিশ পেতে দেখতে পারেন তাঁর ওয়েবসাইট tacit-views.blogspot.com-4