Skip to Content
Filters

author.name

অমরেন্দ্র চক্রবর্তী

অমরেন্দ্র চক্রবর্তী শাদা ঘোড়া, হীরু ডাকাত, গৌর যাযাবর, পাখির খাতা, তালগাছের ডোঙা, আমাজনের জঙ্গলে, বরফের বাগান, গরিলার চোখ, চোখে দেখা গল্প, জল-বাতাসা, দুরুদুরু, চাঁদের তাঁবু প্রভৃতি ছোটোদের বইয়ের লেখক, শিশুসাহিত্যে ভারতের সাহিত্য একাডেমি ও পশ্চিমবঙ্গ রাজ্যের বিদ্যাসাগর পুরস্কারসহ বিবিধ পুরস্কারে ভূষিত অমরেন্দ্র চক্রবর্তীর কয়েকটি বই ইতোমধ্যেই বহু ভাষায় অনূদিত। কবিতা-পরিচয়, কর্মক্ষেত্র, ভ্রমণ, কালের কষ্টিপাথর, ছেলেবেলা ইত্যাদি পত্রিকার প্রতিষ্ঠাতা-সম্পাদক, ওয়ার্ল্ড এডিটর্স ফোরামের প্রাক্তন এক্সিকিউটিভ মেম্বার এই গুণী লেখক বিশ্বের নানা দেশে ঘুরেছেন। বিভিন্ন দেশের ওপর তাঁর হাতক্যামেরায় ধারণ করা ভিডিয়োচিত্র টেলিভিশন চ্যানেলে সুদীর্ঘকাল সম্প্রচারিত হয়েছে। কবি, কথাসাহিত্যিক, চিত্রশিল্পী অমরেন্দ্র চক্রবর্তী বিষাদগাথা, জিপসি রাত, অশথগাছের চারা, জলে ভাসা জীবন প্রভৃতি উপন্যাসও লিখেছেন। মৃত্যুর অধিক এই মেরে ফেলা, ভূমিকম্পের রাত, কণের বচন, আজ এই এদোছ গরল ইত্যাদি কাব্যগ্রন্থ এবং বন্ধুতরা বসুন্ধরা, পাহাড়ি গরিলার খোঁজে, পথে পথেই দেশ ও দশ ভ্রমণকথা ভ্রমণকাহিনি তার উল্লেখযোগ্য রচনা। এ পর্যন্ত তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা ৩৫।