আকম আখতারুজ্জামান খান (অব.)
স্কোয়াড্রন লীডার আকম আখতারুজ্জামান। খান (অব:) পিতা: আব্দুল মালেক খান, মাতা: মিসেস চেমন আরা বেগম । ছয় ভাইবােনের মধ্যে চতুর্থ এবং তিন ভাইয়ের মধ্যে দ্বিতীয় । জন্ম: ১ সেপ্টেম্বর ১৯৫৪ইং । শিক্ষা: স্নাতকোত্তর, এমফিল, এলএলবি, ডিএআইবিবি (ঢাকা বিশ্ববিদ্যালয়)। বর্তমানে বাংলাদেশ বিমানবাহিনীর অবসর। প্রাপ্ত কর্মকর্তা হিসাবে বাংলাদেশ। সশস্ত্রবাহিনী তথা সরকারী সংস্থাগুলির সংগে এ্যাভিয়েশন ব্যবসায় কর্মরত। ১৬ বছর ০৯ মাস ১৬ দিন বয়সে তিনি মুক্তি যুদ্ধে অংশগ্রহণ করেন। তখন তিনি ২য় বর্ষ বিজ্ঞানের ছাত্র, তােলারাম কলেজ, নারায়ণগঞ্জ। স্ত্রী নাহিদ পারভীন শিউলী এবং একমাত্র ছেলে আকিব আল মুহায়মান রুবাইয়াত।