Skip to Content
Filters

author.name

আবদুল গাফফার চৌধুরী

আবদুল গাফফার চৌধুরী সাংবাদিক ও কলামনিস্ট হিসাবে খ্যাত আবদুল গাফফার চৌধুরী মূলতঃ সাহিত্যিক। ইতিপূর্বে প্রকাশিত তাঁর বইগুলির মধ্যে রয়েছেঃ 'চন্দ্র দ্বীপের উপাখ্যান, নাম-না-জানা তাের, ‘নীল যমুনা, সুন্দর হে সুন্দর, 'বাংলাদেশ কথা কয়’ (সম্পাদনা), এবং আমরা বাংলাদেশী না বাঙালি? ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারী ঢাকার ছাত্ররা যখন ১৪৪ ধারা ভাঙতে গিয়ে গােলা-গুলির সম্মুখীন হয়, তখন রাজনীতি-সচেতন ছাত্র আবদুল গাফফার চৌধুরীও গুরুতর আহত হন, পরে কার্জন হলে যখন জ্ঞান ফেরে তখন। দেখেন জ্ঞানতাপস ডঃ মুহম্মদ। শহীদুল্লাহ তাঁর পায়ে বরফ ঘষে দিচ্ছেন। একুশের শহীদ বরকতের লাশ তাঁর অন্তরে তীব্র বেদনা জাগিয়ে তােলে। তিনি লিখে ফেলেন কালজয়ী কবিতা "আমার ভায়ের রক্তে রাঙানাে একুশে ফেব্রুয়ারী, আমি কি ভুলিতে পারি” শহীদ শিল্পী আলতাফ মাহমুদের সুরে গানটি আজো বাঙালীর বুকে সাড়া। জাগায়। বর্তমানে লন্ডন প্রবাসী আবদুল গাফফার চৌধুরী ১৯৩৪ সালের ১২ই ডিসেম্বর বরিশালের উলানিয়ায় জন্মগ্রহণ করেন।