আমিনুল ইসলাম বেদু
আমিনুল ইসলাম বেদু ষাটের দশকের সাহিত্যে রুচিঋদ্ধ আলােড়ন সৃষ্টিকারি মাসিক সাহিত্যপত্র ‘সাম্প্রতিক এর সম্পাদক। লব্ধ প্রতিষ্ঠিত সাংবাদিক, সাহিত্য সমালােচক ও প্রাবন্ধিক। তিনি দীর্ঘ ৩৬ বছর এ. পি. পি. ও বাংলাদেশ সংবাদ সংস্থার সাংবাদিকতার পেশায় নিয়ােজিত ছিলেন। তিনি ৬টি সাহিত্য সমালােচনামূলক প্রবন্ধগ্রন্থের লেখক এবং সাংবাদিক পেশার ওপর তার লিখিত 'The Newsman সাংবাদিকতার সহায়ক গ্রন্থ হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করে। আমিনুল ইসলাম বেদু ১৯৪০ সালের ৩০ অক্টোবর চট্টগ্রাম জেলার ভিংরােল গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ মানবতাবাদী সমিতির অন্যতম প্রতিষ্ঠাতা এবং বর্তমানে নির্বাহী সভাপতি। তিনি বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির সভাপতিমণ্ডলীর প্রতিষ্ঠাতা সদস্য এবং সাবেক নির্বাহী সভাপতি। বঙ্গবন্ধু পরিষদের অন্যতম প্রতিষ্ঠাতা ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, উদীচী শিল্পগােষ্ঠীর সাবেক উপদেষ্টা, কচিকণ্ঠ উচ্চবিদ্যালয়ের চেয়ারম্যান, বাংলা একাডেমির আজীবন সদস্য, রবীন্দ্র একাডেমির প্রধান উদোক্তা ও সহ-সভাপতি, সভাপতি জাতীয় রবীন্দ্র সংগীত পরিষদ উত্তরা ও সভাপতি আনন্দধারা সংগীত বিদ্যালয়, উত্তরা সাহিত্য পরিষদের সভাপতি। তিনি সাম্প্রতিক সাহিত্যচিন্তা আলাপন চক্রের সংগঠকমণ্ডলীর অন্যতম উপদেষ্টা ও থিয়ােসফিক্যাল সােসাইটির সদস্য। আমিনুল ইসলাম বেদু ১৯৯৯ সালে সাকিয়াত' সাপ্তাহিক কর্তৃক সাংবাদিকতার জন্য সম্মাননাপ্রাপ্ত হন। তিনি একজন নিখাদ মানবতাবাদী ও লােকায়ত মতবাদে বিশ্বাসী।