Skip to Content
Filters

author.name

আশীষ লাহিড়ী

আশীষ লাহিড়ী বিশিষ্ট প্রাবন্ধিক ও অনুবাদক। বিজ্ঞানের দর্শন ও যুক্তিবাদের বিভিন্ন দিক নিয়ে বেশ কিছু বই লিখেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হল - অন্য কোনও সাধনার ফল (বিজ্ঞান ও বাঙালি সংস্কৃতি), বিজ্ঞানীর ঈশ্বর ও অন্যান্য বিতর্ক, বিজ্ঞানের দর্শন ও কার্ল পপার ইত্যাদি।