এম আর মাহবুব
এম আর মাহবুব জন্ম : ১৫ অক্টোবর, ১৯৬৯ সালে নরসিংদি জেলার মনােহদি উপজেলার চর আহম্মদপুর গ্রামে। ব্যবস্থাপনা শাস্ত্রে স্নাতক সম্মান ও স্নাতকোত্তর। কর্মজীবনের শুরুটা সাংবাদিকতার মাধ্যমে। কিছুদিন অধ্যাপনার কাজে নিয়ােজিত ছিলেন। সাহিত্য-সংস্কৃতির আত্মগত প্রাণ। পূর্ব বাংলার রাষ্ট্রভাষা-আন্দোলন নিয়ে শেকড়সন্ধানী গবেষণায় যুক্ত। ইতােমধ্যে ভাষাসৈনিকদের জীবনী ও ভাষা-আন্দোলনের ইতিহাস বিষয়ক ২৫টি গবেষণাকর্মের গ্রন্থ প্রকাশিত হয়েছে তার। একই বিষয় নিয়ে প্রকাশের অপেক্ষায় আছে আরও বেশ। কিছু গ্রন্থ। গ্রন্থসমুদয় ভাষা-আন্দোলনের নানা অজানা তথ্য। মেলে ধরেছে; ফুটে উঠেছে অনেক অজানা দিক। ভাষা-আন্দোলন নিয়ে বৃহৎ ক্যানভাসে রচিত গ্রন্থে অসম্পর্শিত কথা তিনি সংগ্রহ করেছেন এবং করছেন অনুসন্ধিৎসু মন নিয়ে। সংগ্রহ করেছেন ভাষা-আন্দোলনের অনেক দুর্লভ দলিল, অপ্রকাশিত ছবি ও স্মৃতি-স্মারক উদ্ধার করেছেন শত ভাষাসংগ্রামীদের গৌরবদীপ্ত অবদানের স্মৃতিকথা ভাষা-আন্দোলন স্মৃতি সংরক্ষণ আন্দোলনেরও তিনি একজন একনিষ্ঠ কর্মী। শুরুটা ১৯৮৭ সাল থেকে। সেই থেকে অদ্যাবধি পর্যন্ত দুই যুগেরও বেশি সময় ধরে তিনি নিজেকে নিয়ােজিত রেখেছেন এই মহান কর্মযজ্ঞে। এ কাজের স্বীকৃতিস্বরূপ ভূষিত হয়েছেন নানা পুরস্কার ও সম্মাননায়। কর্মসূত্রে ভাষা-আন্দোলন গবেষণা কেন্দ্র ও সংগ্রহশালার নির্বাহী পরিচালক। বাংলা একাডেমী, একুশে চেতনা পরিষদের সদস্য, বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের যুগ্ম সম্পাদক, মননশীল ও মুক্তচিন্তার সাহিত্য মাসিক সাগরদী’র নির্বাহী সম্পাদক। এছাড়া বিভিন্ন সমাজকল্যাণ সংস্থা ও প্রতিষ্ঠানের সঙ্গে তিনি জড়িত