Skip to Content
Filters

author.name

এম ইদ্রিস আলী

এম ইদ্রিস আলী গ্রুপ ক্যাপ্টেন ড. এম ইদ্রিস আলী, পিএসসি (অব.) ফরিদপুরের রঘুনন্দনপুর গ্রামের ঐতিহ্যবাহী হাজিবাড়িতে ১৯৫৭ সালের ৩১ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। বাবা: মরহুম মুন্সী আব্দুর রশিদ, মা: মরহুমা গুলনাহার বেগম। কোমরপুর আব্দুল আজিজ ইনস্টিটিউট, ফরিদপুর জিলা স্কুল ও রাজেন্দ্র কলেজে পড়াশােনা করেন। রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েশন ও ভারতের বেঙ্গালুরুর এএফটিসি থেকে এমটেক ডিগ্রি নেন। যুক্তরাষ্ট্রের নিবাইজ থেকে মার্কেটিংয়ে এমবিএ করেন। পিএইচডি করেছেন অ্যারােনটিকসে, যুক্তরাষ্ট্রের আইএনসি থেকে। কর্মজীবনে তিনি বাংলাদেশ বিমানবাহিনীর বিভিন্ন ঘাঁটিতে বিমান ও হেলিকপ্টার রক্ষণাবেক্ষণের কাজে নিয়ােজিত ছিলেন। বিমানবাহিনী অফিসার্স ট্রেনিং ইনস্টিটিশনে প্রশিক্ষক হিসেবে কাজ করেছেন। কাজের স্বীকৃতি হিসেবে বিমানবাহিনী প্রধানের কমেন্ডেশন সার্টিফিকেট এবং জাতিসংঘ মিশনে কর্মরত সময়ে আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স সার্টিফিকেট লাভ করেন। বর্তমানে কলেজ অব এভিয়েশন টেকনােলজির চেয়ারম্যান। ছাত্রজীবন থেকেই লেখালেখির অভ্যাস। কবিতা, ছােটগল্প, রচনা প্রতিযােগিতায় পুরস্কার পেয়েছেন। গাঙচিল সাহিত্য পরিষদ কেন্দ্রীয় কমিটির মহাসচিব ও বঙ্গবন্ধু সাহিত্য পরিষদ-এর উপদেষ্টা। স্ত্রী ও দুই সন্তান নিয়ে তার সংসার।