Skip to Content
Filters

author.name

কবরী

সারাহ বেগম কবরী (জন্ম: ১৯ জুলাই ১৯৫০―১৭ এপ্রিল ২০২১), আসল নাম মিনা পাল, একজন বাংলাদেশি অভিনেত্রী, চলচ্চিত্র পরিচালক ও রাজনীতিবিদ ছিলেন। তিনি বিংশ শতাব্দীর ষাট ও সত্তরের দশকের বাংলাদেশের অন্যতম জনপ্রিয় চলচ্চিত্রের নায়িকা ছিলেন। ... কবরীর চলচ্চিত্রে অভিষেক ঘটে নাট্যধর্মী সুতরাং (১৯৬৪) চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে।

Books by the Author