Skip to Content
Filters

author.name

কমলেশ দাশগুপ্ত

কমলেশ দাশগুপ্ত কমলেশ দাশগুপ্ত । জন্ম ২৫ নভেম্বর ১৯৫৪ চট্টগ্রাম; বাংলাদেশ। মূলত কবি ও প্রাবন্ধিক। প্রথম লেখা প্রকাশিত হয়। ১৯৬৭ খ্রিস্টাব্দে পূর্বাচল নামে একটি ছােট পত্রিকায়। ষাটের দশকে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের (মস্কো) একজন সক্রিয় কর্মী ও উনসত্তরের দেশব্যাপী আইয়ুব বিরােধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। ১৯৭০ খ্রিস্টাব্দে চট্টগ্রাম সিটি কলেজ ছাত্র ইউনিয়ন শাখার মুখপত্র ‘উত্তরণ’ প্রকাশনার সঙ্গে যুক্ত সম্পাদনা করেছেন দুটি ছোট পত্রিকা। ‘অন্তরীপ’ ও কবিকৃতি'; ‘সুচরিত স্মারকগ্রন্থ (খ্যাতিমান কথাসাহিত্যিক সুচরিত চৌধুরীর জীবন ওর্মর্কত বিষয়ক); দুই বন্দরের কবিতা ‘দুই বন্দরের ছড়া (কলকাতা ও চট্টগ্রাম)। বাংলাদেশ ও ভারতের পত্র-পত্রিকায় ও জার্নালে গবেষণাধর্মী রচনা প্রকাশিত হয়েছে। যৌথভাবে সম্পাদিত দৈনিক আজাদী’র প্রকাশনা ‘হাজার বছরের চট্টগ্রাম’ তাঁর একটি উল্লেখযােগ্য। কর্মকৃতি। একইভাবে বাংলাদেশের লিটল ম্যাগাজিন আন্দোলন বিষয়ক ইতিহাস ‘ফিরেদেখা লিটল ম্যাগাজিন আন্দোলন বাংলাদেশে’ গ্রন্থের সম্পাদক। বাংলাদেশের প্রথম ও একমাত্র আর্কাইভ (সরকারী গণগ্রন্থাগার অনুমােদিত) চট্টগ্রাম লিটল ম্যাগাজিন। লাইব্রেরি ও গবেষণা কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক। ‘পাথরের স্রোত’ শিরােনামে তার একটি মাত্র কাব্যগ্রন্থ রয়েছে। কর্মজীবনে ছিলেন একটি ভেষজ প্রতিষ্ঠান ও বাংলাদেশের একটি যৌথ শিল্প প্রতিষ্ঠানের কার্যনির্বাহী। বিভিন্ন সময়ে বাংলাদেশ ও ভারতের সরকারী ও বেসরকারী সংস্থা কর্তৃক আমন্ত্রিত হয়ে সেমিনার ও সাহিত্য উৎসবে অংশগ্রহণ করেছেন।