Skip to Content
Filters

author.name

কাজী জাওয়াদ

কাজী জাওয়াদ জন্ম বরিশালে। পৈতৃক নিবাস ফরিদপুর। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় গােপনে। বিবিসির অনুষ্ঠান শুনে সাংবাদিকতায় আগ্রহী হন। স্বাধীনতার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে ভর্তির দিনই দৈনিক জনপদ পত্রিকায় যােগ দেন বিশ্ববিদ্যালয়। রিপাের্টার হিসেবে। ১৯৭৭ সালে ইংরেজি সাপ্তাহিক হলিডে পত্রিকায় স্টাফ করেসপনডেন্ট হিসেবে কাজ করেন। সাপ্তাহিক বিচিত্রায় স্টাফ রিপাের্টার পদে যােগ দেন ১৯৭৮ সালে । পরে প্রধান প্রতিবেদক হন। বিচিত্রায় বেশ কিছু। চাঞ্চল্যকর অনুসন্ধানী প্রতিবেদনের জন্য সুনাম অর্জন করেন। ১৯৮৮ সালে বেলাল বেগ প্রযােজিত জ্ঞান জিজ্ঞাসা’ এবং ১৯৯০ সালে আলী ইমাম প্রযােজিত। ‘শিরােপা'—বাংলাদেশ টেলিভিশনের সাধারণ জ্ঞানের অনুষ্ঠান দুটোর তিনি ছিলেন জনপ্রিয় প্রশ্নকর্তা। বিবিসি বাংলা বিভাগে যােগ দিতে বিলেতপ্রবাসী হন ১৯৯১ সালে । বর্তমানে বিলেতে অবসর যাপন এবং লেখালেখি করছেন।