গোলাম কুদ্দুস
উনসত্তরের গণ-অভ্যুত্থানের বিশাল প্রেক্ষাপট আর কর্মযজ্ঞে সংগ্রাম ও আত্মোৎসর্গের যে নজির স্থাপিত হয়েছিল তা-ই প্রসারিত হয়ে একাত্তরের লক্ষ শহিদের রক্তস্রোতকে আলিঙ্গন করেছে। কিশোর ছাত্র মতিউর জীবন দেয়-জীবন দেয় শ্রমিক মনু মিয়া, খুলে দিয়ে যায় স্বপ্নের খোলা জানালা। এ স্বপ্নপূরণ হবে তখন-- যেদিন এ দেশে শোষণ-বঞ্চনার অবসান হবে, প্রতিটি মানুষের অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের অধিকার নিশ্চিত হবে। সে স্বপ্নপূরণের দৃঢ় আকাক্সক্ষা এবং তার বাস্তবায়নের মধ্য দিয়েই উনসত্তরের গণ-অভ্যুত্থানের সুবর্ণজয়ন্তী মহিমান্বিত হয়ে উঠবে।