Skip to Content
Filters

author.name

চণ্ডী মুখোপাধ্যায়

চণ্ডী মুখোপাধ্যায় চণ্ডী মুখোপাধ্যায় চলচ্চিত্র গবেষক, ৩৭ বছর জড়িয়ে আছেন সাংবাদিকতায়। বিভিন্ন সময়ে জড়িয়ে থেকেছেন আজকাল, একদিন প্রমুখ দৈনিক পত্রিকার সঙ্গে। কাজ করেছেন টেলিভিশনে। চলচ্চিত্র নিয়ে নিয়মিত লিখেছেন আনন্দবাজার এবং টাইম অফ ইন্ডিয়ার কাগজে। সেই সূত্রে বাংলা ও বলিউড সিনেমার নানা ঐতিহাসিক সময়ের সাক্ষী। চলচ্চিত্র সাংবাদিকতার জন্যে পেয়েছেন বিএফজেএ-রোটারি এবং উত্তম পুরস্কার। কেন্দ্রিয় সরকারের জাতীয় পুরস্কার কমিটিতে জুরি হিসেবে থেকেছেন। বর্তমানে বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সভাপতি। প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৪০