জামাল নাসের
জামাল নাসের জন্ম ৩১ অক্টোবর ১৯৫৭, চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ গ্রামে । চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে লোকপ্রশাসনে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর। পরে ব্যবসা প্রশাসনেও স্নাতকোত্তর করেন। ১৯৮৬ সালে সিভিল সার্ভিসে যোগ দেন প্রশাসন ক্যাডারে। ২০১৬ সালে অতিরিক্ত সচিব হিসেবে চাকরিজীবন শেষ করেন । প্রকাশিত বই : কাঙ্গাল হরিনাথ : মাটির কাছের মানুষ, কোল্লাপাথর। অনুবাদ বই : সমারসেট মমের এক ডজন ছোটগল্প, ভি এস নাইপলের অ্যামোং দ্য বিলিভারস : এন ইসলামিক জার্নি, হেনরি রাইডার হ্যাগার্ডের সলোমনের রত্নভাণ্ডার, ক্যারেন আর্মস্ট্রংয়ের হযরত মুহাম্মদ (দ.) ও জেরুসালেম : ওয়ান সিটি থ্রি ফেইথস, স্টিফেন হকিংয়ের থিওরি অব এভরিথিং।