Skip to Content
Filters

author.name

জাহাঙ্গীর হোসেন

জাহাঙ্গীর হােসেন জন্ম ৫ নভেম্বর ১৯৫৬ ভােলা। জেলায়। পিতা-মরহুম হােসেন আলী খান, মাতা-মরহুমা হাজেরা বেগম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম.এসসি (ভূগােল) ও এল.এল.বি ছাত্রজীবনে স্কাউট এবং বাংলাদেশ ক্যাডেট কোরের সদস্য ও কমান্ডার। বাংলাদেশ জাতীয় জাদুঘরের সমকালীন শিল্পকলা ও বিশ্বসভ্যতা বিভাগের কীপার (পিআরএল) দীর্ঘ ৩২ বছর বাংলাদেশ জাতীয় জাদুঘরে কর্মকালীন। সময় প্রচুর/বিপুল অভিজ্ঞতা সঞ্চয় করেছেন প্রশিক্ষণ,সেমিনার ও সম্মেলনে যােগদানের জন্য। মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, ভারত, দক্ষিণ কোয়িরা, অস্ট্রিয়া, ফ্রান্স, ইতালি, নেদারল্যান্ড, যুক্তরাজ্য, চীন, হংকং ও ফিলিপাইন ভ্রমণ। করেন। বিভিন্ন সেমিনার ও সম্মেলনে তিনি প্রবন্ধ। পাঠ করেন ও সভাপতিত্ব করেন। পরিচালনা। কমিটির সদস্য: শহীদ বরকত স্মৃতি জাদুঘর, ঢাকা বিশ্ববিদ্যালয় ও সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর, সুনামগঞ্জ। জীবন সদস্য; বাংলা একাডেমি, বাংলাদেশ জাতিসংঘ সমিতি, বাংলাদেশ জাতীয়। ভূগােল সমিতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলামনাই এসােসিয়েশন সদস্য: বাংলাদেশ। এশিয়াটিক সােসাইটি, ইন্টারন্যাশনাল কাউন্সিল। অব মিউজিয়ামস (ICOM) এবং আজীবন। রেজিস্ট্রার্ড গ্রাজুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় তিনি বর্তমানে আইকম বাংলাদেশ জাতীয় কমিটির চেয়ারপারসন ও আইকম-এ্যাসপাকের বাের্ড মেম্বার প্রকাশিত গ্রন্থ: শহীদ বাবুল-একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এশিয়াটিক সােসাইটির জার্নাল এবং বাংলাদেশ। জাতীয় জাদুঘর জার্নালে ৪টি গবেষণা প্রবন্ধ এবং বিভিন্ন পত্রিকা ও সাময়িকীতে ২০টি প্রবন্ধ। প্রকাশিত হয়েছে।