জেহাদুল ইসলাম
জেহাদুল ইসলাম অনুবাদক-পরিচিতি নাহজ আল-বালাঘা গ্রন্থের অনুবাদক জনাব জেহাদুল ইসলাম ১৯৪৬ সনের ২৯ নভেম্বর মােতাবেক ১৩৫২ সনের ১৩ অগ্রহায়ণ শুক্রবার বেলা ১.০০ ঘটিকার সময় নােয়াখালী জেলার চাটখিল থানাধীন নারায়ণপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম সেকান্দর আলী ওরফে সেকান্দর মাস্টার এবং তার মাতার নাম হনুফা খাতুন। তিনি ১৯৬৫ সনে সাহাপুর হাই স্কুল থেকে এসএসসি, ১৯৬৭ সনে নােয়াখালী কলেজ থেকে এইচএসসি, ১৯৭০ সনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এমকম পাশ করেন। অনুবাদক একজন মুক্তিযােদ্ধা। তিনি ১৯৭৩ সনের ২ আগস্ট বাংলাদেশ সিভিল সার্ভিসে চাকরিতে যােগদান করেন। চাকরি জীবনে তিনি সরকারি বৃত্তি নিয়ে ১৯৭৫ সনে রাশিয়া থেকে উচ্চতর ব্যবস্থাপনায় ডিপ্লোমা এবং ১৯৮৯ সনে যুক্তরাজ্য থেকে পাবলিক এডমিনিস্ট্রেশনে মাস্টার্স ডিগ্রি লাভ করেন। চাকরি জীবনে তিনি বিভিন্ন মন্ত্রণালয়ে কৃতিত্বের সাথে কাজ করেন এবং কার্যব্যপদেশে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, মালয়েশিয়া, ফ্রান্স, সুইজারল্যান্ড ও সিঙ্গাপুর ভ্রমণ করেন। তিনি বাংলাদেশ সরকারের যুগ্ম-সচিব পদে নিয়ােজিত অবস্থায় ১৪ মে ২০০৫ ইন্তেকাল করেন। ১৯৮২ সনে তিনি সুফি দর্শনের প্রতি আকৃষ্ট হয়ে ইসলামের আধ্যাত্মিক বিষয়াবলির তাত্ত্বিক ও সামাজিক প্রেক্ষিত পর্যালােচনায় প্রবৃত্ত হন। এভাবে ২০ বছর তিনি তাঁর সাধনা চালিয়ে গেছেন। তিনি চিশতিয়া তরিকার অনুসারী এবং এ পর্যন্ত পাঁচবার হজরত খাজা মুইনুদ্দিন চিশতির (র.) মাজার জিয়ারত করেন।