ড. মোহাম্মদ ইউসুফ সিদ্দিক
মোহাম্মদ ইউসুফ সিদ্দিক বর্তমানে ঢাকার ইন্টারন্যাশনাল সেন্টার ফর স্টাডি অব বেঙ্গল আর্ট-এ ভিজিটিং প্রফেসর হিসেবে কর্মরত। এর আগে তিনি পাকিস্তানের লাহোরে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে ইতিহাস, সভ্যতা ও সংস্কৃতির উপর উচ্চ শিক্ষা কমিশনের (H.E.C.) প্রফেসর ছিলেন এবং লাহোর ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সেস (LUMS)-এ ভিজিটিং ফ্যাকাল্টি হিসেবে শিক্ষাদান করেছেন। ২০০১ থেকে ২০০৭ সাল পর্যন্ত তিনি সংযুক্ত আরব আমিরাতের ইউনিভার্সিটি অব শারজাহ-র ইতিহাস বিভাগে শিক্ষকতা করেছেন। এরও আগে, ১৯৯৮ থেকে ২০০১ সাল পর্যন্ত তিনি সংযুক্ত আরব আমিরাতের জায়েদ বিশ্ববিদ্যালয়ে আরবি ও ইসলামিক স্টাডিজ বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন এবং সেখানে একটি প্রাণবন্ত ও গঠনমূলক প্রোগ্রামের ভিত্তি স্থাপন করেন। তিনি বাংলাদেশের কুষ্টিয়ার ইসলামিক বিশ্ববিদ্যালয়ে ইসলামি স্টাডিজ বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ১৯৮৭ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত তিনি যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন মর্যাদাপূর্ণ একাডেমিক পদে অধিষ্ঠিত ছিলেন। ১৯৯১-৯২ সালে তিনি যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অক্সফোর্ড সেন্টার ফর ইসলামিক স্টাডিজ-এ ভিজিটিং ফেলো ছিলেন। ড. সিদ্দিক মুসলিম বাংলার ইতিহাস, সভ্যতা ও সংস্কৃতি নিয়ে বাংলাসহ ইংরেজি, আরবি, উর্দু এবং ফার্সি ভাষায় ব্যাপক গবেষণা ও রচনা করেছেন। তিনি Encyclopaedia of Islam-এ প্রায় এক ডজন নিবন্ধ লিখেছেন এবং Muqarnas (হার্ভার্ড ইউনিভার্সিটি), Bulletin of the School of Oriental and African Studies (SOAS, লন্ডন), Journal of Bengal Art (ICSBA, ঢাকা) এবং Oxford Journal of Islamic Studies (অক্সফোর্ড ইউনিভার্সিটি)-সহ বিভিন্ন আন্তর্জাতিক জার্নালে প্রবন্ধ প্রকাশ করেছেন।