ড. মোহাম্মদ শামসুল আলম
ড. মোহাম্মদ শামসুল আলম বাংলা ভাষা সাহিত্যের অন্বেষক ড. মােহাম্মদ শামসুল আলম নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার নিরমইল ইউপির অধীন কানুপাড়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম। পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা গিয়াস উদ্দীন মণ্ডল, মাতা হাফেজান বেগম। তিনি উচ্চমাধ্যমিক পরীক্ষা। পাশের পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগে স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তি হন এবং সেখান থেকেই স্নাতক সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এরপর উচ্চতর ডিগ্রি হিসেবে যথাক্রমে এমফিল ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন। বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের এই কর্মকর্তা শিক্ষকতা পেশা দিয়ে কর্মজীবনে প্রবেশ করেন। বর্তমানে তিনি নওগাঁ সরকারি কলেজের বাংলা বিভাগে সহযােগী অধ্যাপক হিসেবে কর্মরত। বিভিন্ন পত্রিকা, বার্ষিকী, ম্যাগাজিন, জার্নালে তাঁর প্রায় শতাধিক প্রবন্ধ প্রকাশিত হয়েছে। এর মধ্যে আন্তর্জাতিক মানের (ISSN) দেশ-বিদেশের বিভিন্ন জার্নালে পঞ্চাশটির অধিক গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তাঁর প্রকাশিত বিচিত্র অনুষঙ্গে রবীন্দ্রনাথ (২০২০) একটি মৌলিক গ্রন্থ। বিভিন্ন জার্নাল ও জাতীয় পর্যায়ের বিভিন্ন দৈনিকসহ সাপ্তাহিক পত্রিকায় তিনি লেখালেখি করেন। ইতােমধ্যে তিনি দুটি পদকে ভূষিত হয়েছেন।