ড. সুকুমার বিশ্বাস
ড. সুকুমার বিশ্বাস ১৯৪৫ সালের ২রামে বর্তমান চুয়াডাঙ্গা জেলায় অন্মগ্রহণ করেন। ১৯৬৯ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় খেকে বাংলা ভাষা ও সাহিত্যে এবং ১৯৭৭ সালে রাষ্ট্রবিজ্ঞানে এম.এ. পাশ করেন। ১৯৮৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি পিএইচ.ডি. ডিগ্রি লাভ করেন। ১৯৯১-৯২ সালে এক বছর কলকাতায় রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে পোস্ট-ডক্টরাল গবেষণা কাজে নিয়োজিত ছিলেন। ১৯৯৩ সালে জাপানের ইনস্টিটিউট অব ডেভলপিং ইকোনমিস নামক প্রতিষ্ঠানের আমন্ত্রণে প্রফেসর হিরোশি সাতোর সঙ্গে 'Religion and Politics in Bangladesh and West Bengal: A study of Communal Relations' গবেষণা করেন। গবেষণা কাজটি জাপান থেকে প্রকাশিত হয়। একই প্রতিষ্ঠানের আমন্ত্রণে ১৯৯৬ সালের মে-ডিসেম্বর পর্যন্ত আমন্ত্রিত ফেলো হিসেবে ‘Emergence of Bangladesh : The Japanese Viewpoints' বিষয়ে গবেষণা করেন। গবেষণা -কর্মটি জাপান এবং বাংলাদেশ থেকে প্রকাশিত হয়। তিনি ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। ১৯৭২ সালে 'জাতীয় স্বাধীনতার ইতিহাস পরিষদ, ১৯৭৪-১৯৭৬ সাল পর্যন্ত বাংলাদেশ রাইফেলস-এর ইতিহাস সেল, ১৯৭৭-৭৮ সালে গঠিত ‘বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস লিখন ও মুদ্রণ প্রকল্প, ১৯৯০ সালে গঠিত ‘মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র, এবং ১৯৯৬-’৯৭ সালে মুক্তিযুদ্ধের কথ্য ইতিহাস প্রকল্পের একজন গবেষক হিসেবে বিশেষ অবদান রাখেন। বর্তমানে তিনি বাংলা একাডেমী পরিচালিত ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধ : দলিল ও ইতিহাস’ বিষয়ক গ্রন্থ প্রকাশ প্রকল্লের পরিচালকের দায়িত্ব পালন করেছেন। তাঁর মুক্তিযুদ্ধ বিষয়ক উল্লেখযোগ্য গ্রন্থ: অসহযোগ আন্দোলন ’৭১ ও বঙ্গবন্ধু শেখ মুক্তিব্য (১৯৯৬), বাংলাদেশ : মুক্তিযুদ্ধের ভূগোল-ইতিহাস (১৯৯৬), Japan and the Emergence of Bangladesh (1998), মুক্তিযুদ্ধে রাইফেলস ও অন্যান্য বাহিনী (১৯৯৯)। কেবল ইতিহাস নয়—বাংলাদেশেল সাহিত্য সংস্কৃতি-বিষয়ক বেশ কিছুদিকচিহ্নবাহী গবেষণাগ্রন্থও তাঁর রয়েছে।