Skip to Content
Filters

author.name

ড. হালিম দাদ খান

ড. হালিম দাদ খান পৈতৃক নিবাস কিশােরগঞ্জ হাওরাঞ্চলের শিমুল বাঁক গ্রামে: জন্ম মাতুলালয় ভাটি ঘাগড়া গ্রামে, ১৯৫৫ খ্রি.। নিজ গ্রামে প্রাথমিক শিক্ষালাভের পর স্বল্প দূরবর্তী থানেশ্বর হাইস্কুল থেকে এসএসসি, গুরুদয়াল কলেজ (কিশােরগঞ্জ] থেকে এইচএসসি ও বিএ এবং জগন্নাথ কলেজ (ঢাকা) থেকে এমএসএস (রাষ্ট্রবিজ্ঞান) ডিগ্রি অর্জন করে সুনামগঞ্জের দিরাই কলেজে শিক্ষকতার মাধ্যমে কর্মজীবন শুরু। ১৯৬৯ সালে ছাত্র-গণআন্দোলন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে, ১৯৭২-৯১ স্বাধীনতা সংহতকরণ, গণতন্ত্র রক্ষা ও সমাজতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণ। বর্তমানে সাতটি হাওর জেলা ও ঢাকায় বসবাসকারী হাওরবাসীর সংগঠন হাওর অঞ্চলবাসী’র সমন্বয়ক হিসেবে। সামাজিক-সাংস্কৃতিক-পরিবেশ সংরক্ষণ কর্মে নিবেদিত । প্রকাশিত গ্রন্থ: মুক্তিযুদ্ধ ও গােলাম আযম, ১৯৯২; মৈমনসিংহ গীতিকা সহজ পাঠ, ২০১৭ সম্পাদিত গ্রন্থ: অপরাজেয় কাজী আবদুল বারী, প্রকৃতি, ২০১৮; বৌলাইবাড়ির ৪০০ বছর ২০১৯