Skip to Content
Filters

author.name

ডা. নৃপেন ভৌমিক

ডা. নৃপেন ভৌমিক জন্ম ৪ জানুয়ারি ১৯৫০, কুমিল্লায় (বর্তমান বাংলাদেশে)। পড়াশোনা কৃষ্ণনগরের সিএমএস স্কুলে এবং কলকাতা মেডিকেল কলেজে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সার্জারিতে এমএস এবং নিউরোসার্জারিতে এমসিএইচ। কলকাতার বাঙ্গুর ইনস্টিটিউট অব নিউরোলজিতে লেকচারার ছিলেন। বিবেকানন্দ ইনস্টিটিউট অব মেডিকেল সাইন্সে রিডার। কলকাতার কে পি সি মেডিকেল কলেজে নিউরোসার্জারির অধ্যাপক পদ থেকে সম্প্রতি অবসরপ্রাপ্ত । বাংলা ভাষার শ্রমিক হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করেন। চিকিৎসা বিষয়ে বাংলায় নিয়মিত লেখেন দেশ-বিদেশের বিভিন্ন পত্র-পত্রিকায়। প্রকাশিত গ্রন্থাবলি মৃগীরোগ, কোমরে ব্যথা, স্নায়ুতন্ত্রের রোগ, বিকল্প চিকিৎসা, ঘাড়ে ব্যথা, স্মৃতিবিস্মৃতি, ভাষা ও মস্তিষ্ক (দীপ), বিজ্ঞানচর্চায় বাংলা-পরিভাষা: ইতিহাস, সমস্যা ও সমাধান (নয়া উদ্যোগ), চিকিৎসা-পরিভাষা অভিধান, রবীন্দ্রনাথ ঠাকুর: স্বাস্থ্য ও স্বাস্থ্যভাবনা, চিকিৎসাবিজ্ঞানকোষ (আনন্দ), মাথাব্যথা, স্নায়ুতন্ত্রের অসুখবিসুখ, স্নায়ুতন্ত্র: জানা-অজানা নানান কথা (জ্ঞানবিচিত্রা), স্মৃতিশক্তি ও মস্তিষ্ক, বাংলার শব্দকথা (অবসর)। সত্যেন্দ্র পুরস্কার (২০০২) এবং রবীন্দ্র পুরস্কার (২০০৬) প্রাপ্ত লেখক। আনন্দ পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন (২০১৮)।

Books by the Author