Skip to Content
Filters

author.name

দীপেশ চক্রবর্তী

দীপেশ চক্রবর্তীর জন্ম ১৯৪৮ সালে, কলকাতায়। বেড়ে ওঠা এই শহরেই। বর্তমানে শিকাগাে বিশ্ববিদ্যালয়ে ইতিহাস ও দক্ষিণ এশিয়া বিভাগের লরেন্স এ. কিম্পটন ডিস্টিংগুইসড সার্ভিস প্রফেসর পদে কর্মরত। ইংরেজিতে প্রথম বই Rethinking Working-Class History: Bengal, 1890-1940 (Princeton University Press, 1989) আর বাংলাতে প্রথম ইতিহাসের জনজীবন ও অন্যান্য প্রবন্ধ (আনন্দ পাবলিশার্স, ২০১২)। তিনিই প্রথম বাঙালি তথা ভারতীয় যিনি ইতিহাস চর্চায় বিশেষ অবদানের জন্য পেয়েছেন টয়েনবি পুরষ্কার (২০১৪)। অবসরে আড্ডা, বহুশ্রুত গানের প্যারডি করা আর ছড়া লেখার মধ্যে পান প্রাণের আরাম।