Skip to Content
Filters

author.name

নবকুমার বসু

নবকুমার বসু (১০ ডিসেম্বর, ১৯৪৯) - জীবনধর্মী গল্প উপন্যাস রচনায় অগ্রণী লেখক নবকুমার বসু প্রবাসী বাঙালি এবং চিকিৎসক। তিনি বিখ্যাত সাহিত্যিক সমরেশ বসুর পুত্র। ১৯৭৭ খ্রিষ্টাব্দে তার লেখা ছোটগল্প দেশ পত্রিকায় প্রকাশিত হয়।[২] তার পিতা সমরেশ বসু এবং মাতা গৌরী বসুর জীবনের উপর ভিত্তি করে তার 'চিরসখা' উপন্যাসটি দেশ পত্রিকায় প্রকাশিত হয়েছিল।[৩] দু'শর ওপর ছোট-বড় গল্প, চল্লিশটির বেশী উপন্যাস ছাড়াও অজস্র প্রবন্ধ নিবন্ধ লেখা আছে। কিশোর কাহিনি, রহস্য উপন্যাস লিখেছেন। সাহিত্য চর্চার জন্য আমন্ত্রিত হয়ে আমেরিকা, অস্ট্রেলিয়া সহ বহু দেশ ভ্রমণ করেছেন। ২০১৫ এ আমেরিকার হিউস্টন শহরে 'সেরা বাঙালি'র শিরোপা দেওয়া হয়। ২০১৯ এ তাঁর "শ্রীময়ী মা" উপন্যাসের ওড়িয়া অনুবাদ সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার পায়। ২০২১-এ ইংল্যান্ডের UKBC সংস্থা সাহিত্য চর্চার জন্য Lifetime Achievement এর পুরস্কার দেয়। তাঁর লেখা একাধিক রচনা কখনো নাটক, কখনো শ্রুতিনাটক হিসাবে অভিনীত হয়েছে।