Skip to Content
Filters

author.name

নিখিল সুর

নিখিল সুরের জন্ম ১৯৩৮ সালে। ১৯৬৪-তে শিক্ষক জীবন শুরু। ১৯৭৬-এ পিএইচ.ডি., পরে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইউজিসি সিনিয়র রিসার্চ ফেলাে। (১৯৮০-১৯৮২)। ১৯৯৮-এ অবসর গ্রহণ। ২০১৯-এ ব্রিজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় স্মৃতি পুরস্কার লাভ। উল্লেখযােগ্য গ্রন্থ— ছিয়াত্তরের মন্বন্তর ও সন্ন্যাসী ফকির বিদ্রোহ, ভারতীয় জাতীয়তাবাদের পটভূমি, কলকাতার নগরায়ণ :রূপান্তরের রূপরেখা, আঠারাে শতকের বাংলা : রাজনৈতিক। চালচিত্র, সামাজিক প্রথা ও বঙ্গনারী: উনিশ শতক, সায়েবমেম সমাচার: কোম্পানির আমলে কলকাতা, সেকালের বাঙালির সাতকাহন, বােটানিক্যাল গার্ডেন :ইতিহাস ও বিশ্বে। দেশ, আনন্দবাজার, ঐতিহাসিক, অনুষ্টুপ সহ নানা ইংরেজি জার্নালে প্রকাশিত হয়েছে মূল্যবান প্রবন্ধ।