Skip to Content
Filters

author.name

নির্মাল্য মুখোপাধ্যায়

নির্মাল্য মুখােপাধ্যায়ের জন্ম ২১ নভেম্বর, ১৯৮২, মেদিনীপুরে। বাংলা ভাষা সাহিত্যের। কৃতী ছাত্র ও পেশায় শিক্ষক। কুড়ি বছর বয়সে ‘দেশ’ পত্রিকায় প্রথম কবিতা প্রকাশ। ২০১১ সালে ‘রক্তগন্ধার লিপি’ কাব্যগ্রন্থের জন্য বাংলা আকাদেমির স্মারক সম্মানে এবং ২০১৯ সালে ‘আগামী জন্মের লতাপাতা’ কাব্যগ্রন্থের জন্য কৃত্তিবাস পুরস্কারে সম্মানিত। দেশ, ‘আনন্দবাজার পত্রিকা’, ‘সানন্দা’, ‘উনিশ কুড়ি’ ছাড়াও বাংলা ভাষায় প্রকাশিত নানা গুরুত্বপূর্ণ পত্র-পত্রিকায় কবিতা, প্রবন্ধ লিখেছেন।। ‘প্রভু আমার প্রিয়’ সম্ভাবনাময় এই তরুণ। লেখকের প্রথম উপন্যাস এবং ‘দেশ’ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত।