Skip to Content
Filters

author.name

প্রশান্ত মাজী

প্রশান্ত মাজী জন্ম ১৯৫২ সালে বর্ধমানের গ্রামে। কৈশােরে লেখাপড়ার সূত্রে এসেছিলেন বর্ধমান শহরের মাতুলালয়ে। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে সাম্মানিক স্নাতক স্তরে উত্তীর্ণ হয়ে সাংবাদিকতার পাঠ্যগ্রহণ করেছেন। পশ্চিমবঙ্গ সরকারের নারী ও শিশুকল্যাণ বিভাগে উপ অধিকর্তার পদ থেকে অবসর নিয়েছেন সম্প্রতি। দীর্ঘ চল্লিশ বছর ধরে একটি উচ্চমানের লিটল ম্যাগাজিন প্রতিবিম্ব’ সম্পাদনার পাশাপাশি গদ্য রচনাও লিখেছেন বড়ােছােটো সবরকমের পত্রিকায়। কমলকুমার মজুমদারের অপ্রকাশিত লেখা, নােট, চিঠিপত্র সম্পাদন কর্মে যুক্ত ১৯৮০ সাল থেকে।

Books by the Author